50
আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামায়াত রাজাকারদের ভোট দেবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার আবদার। আওয়ামী লীগকে বলি আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন। না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন আমাদের আপত্তি নাই।
এভাবেই ভোটারদের হুমকি দেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়ার বাংলা বাজার এলাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর সময় ভোটারদের তিনি এসব কথা বলেন।সাগরের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। তবে বক্তব্য ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে তিনি ভিডিওটি তাঁর ফেসবুক আইডি থেকে সরিয়ে ফেলেন। ততক্ষণে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।এ ব্যাপারে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, বক্তব্যটা ছিল ১৩ মিনিট ২৯ সেকেন্ডের। ওই বক্তব্যটাকে কাটছাঁট করা হয়েছে। আমার এলাকায় সমাজের লোকজন নিয়ে আমি সেদিন বসছিলাম, এখানে বাহিরের বিএনপির কোনো লোকজন ছিল না। এটা ছিল ঘরোয়া আলোচনা। আমি কথা বলছি, কিছু কথা মাঝখান থেকে বাদ দেয়া হয়েছে।
আরও পড়ুন: জামায়াতে যোগ দেয়ায় ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন, দাবি কৃষ্ণ নন্দীরনড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল বলেন, এই বক্তব্যটা বিএনপির সকলস্থরের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা এই ধরনের বক্তব্য কখনোই প্রত্যাশা করি না। বক্তব্যটা তার নিজ বাড়িতে দিয়েছে। রাজনৈতিক কোনো সভায় না। বক্তব্যটা তাঁর নিজের। দল কখনোই এমন বক্তব্য সমর্থন করে না।এ বিষয়ে শরীয়তপুর -২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, নির্বাচনী আচরণবিধি প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের প্রতিপালন করতে হবে। আমি ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
‘বর্তমান যে ফর্ম অবাক হওয়ার কিছু নেই’—নিলামে মোস্তাফিজের দাম নিয়ে মাশরাফী
অপরাধ দমনে এআই সংযুক্ত সিসিটিভি চালু করছে দক্ষিণ কোরিয়া সরকার
ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়িতে হাদি-ভাসানীর ছবি
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়ার সুখবর দিয়ে মুক্তি পেল ‘রইদ’-এর ট্রেলার
হাদিকে গুলির পেছনে বিদেশি চক্র জড়িত, সন্দেহ রিজভীর
মস্কোয় যেমন কাটছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের জীবন