www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরঢাকা-মস্কো একসঙ্গে এগিয়ে যাবে, রাশিয়ান হাউজের পরিচালক

ঢাকা-মস্কো একসঙ্গে এগিয়ে যাবে, রাশিয়ান হাউজের পরিচালক

Download Bangla.Top Android App
ঢাকা-মস্কো একসঙ্গে এগিয়ে যাবে, রাশিয়ান হাউজের পরিচালক - Bangla24.Top49
ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্‌লেভনই বলেছেন, অতীত অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে রাশিয়া এবং বাংলাদেশ একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে।তিনি জোর দিয়ে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ প্রমাণ করে যে কারো ওপরই অত্যাচার-নিপীড়ন চালানো উচিত নয়।
সোমবার (১৫ ডিসেম্বর) রাশিয়ান হাউস এবং মুক্তিযুদ্ধ একাডেমির আয়োজনে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্য: উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল চবিআলেকজান্দ্রা খ্‌লেভনই স্বীকার করেন, শুধু রাশিয়ার সাহায্যেই বাংলাদেশ স্বাধীন হয়নি। এই দেশের সাহসী নারী-পুরুষের আত্মত্যাগের মধ্যদিয়েই স্বাধীনতা অর্জিত হয়েছে।শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মস্কো তার অতীত অভিজ্ঞতা থেকে জানে, বিপ্লবের স্মৃতি সংরক্ষণ করা কতটা প্রয়োজনীয়। সেই চেতনাকে ধারণ করেই রাশিয়া ও বাংলাদেশ একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী রাশিয়ান হাউসের এই পরিচালক।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)