www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরজাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা পাকিস্তানের

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা পাকিস্তানের

Download Bangla.Top Android App
জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা পাকিস্তানের - Bangla24.Top122
সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর সংঘটিত নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী ফর অ্যাবিয়েই (ইউএনআইএসএফএ)-তে কর্মরত বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন, যা অত্যন্ত মর্মান্তিক।
বিবৃতিতে বলা হয়, নিহত শান্তিরক্ষীদের মৃত্যুতে পাকিস্তান বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই শোকাবহ সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে সংহতি প্রকাশ করছে।
এতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক পরিসরে সংঘাত প্রতিরোধ, বেসামরিক জনগণকে সুরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষীরা অগ্রভাগে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কর্তব্যরত অবস্থায় ‘ব্লু হেলমেট’ শান্তিরক্ষীদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন: সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বার্তা
এই কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

পাশাপাশি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সব জাতিসংঘ শান্তিরক্ষীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)