www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরকক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ছিল হেলপার

কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ছিল হেলপার

Download Bangla.Top Android App
কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ছিল হেলপার - Bangla24.Top228
কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ‘দোয়েল এক্সপ্রেস’ বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বাসের ভেতরে বসে তখন সাউন্ডবক্সে গান শুনছিলেন হেলপার। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসের চালকের সাথে কথা বলে জেনেছি, হেলপার ভেতরে বসে সাউন্ডবক্সে গান শুনছিল। এমন সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
আরও পড়ুন: মিয়ানমারের অভ্যন্তরে আবারও বিস্ফোরণের শব্দ, সীমান্তের এপাড়ে আতঙ্ক
ওসি আরও জানান, হয়তো দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে। তবে কেউ হতাহত হয়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, পরে জানা যাবে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)