228
বাসের ভেতরে বসে তখন সাউন্ডবক্সে গান শুনছিলেন হেলপার। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসের চালকের সাথে কথা বলে জেনেছি, হেলপার ভেতরে বসে সাউন্ডবক্সে গান শুনছিল। এমন সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
আরও পড়ুন: মিয়ানমারের অভ্যন্তরে আবারও বিস্ফোরণের শব্দ, সীমান্তের এপাড়ে আতঙ্ক
ওসি আরও জানান, হয়তো দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে। তবে কেউ হতাহত হয়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, পরে জানা যাবে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজয়ের দিন দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড
শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি
বিজয় দিবসে সড়কে ঝরল ৭ প্রাণ
‘বর্তমান যে ফর্ম অবাক হওয়ার কিছু নেই’—নিলামে মোস্তাফিজের দাম নিয়ে মাশরাফী
অপরাধ দমনে এআই সংযুক্ত সিসিটিভি চালু করছে দক্ষিণ কোরিয়া সরকার