www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরভারতে কয়েকটি যানবাহনের সংঘর্ষে ভয়াবহ আগুন, মৃত্যু বেড়ে ১৩

ভারতে কয়েকটি যানবাহনের সংঘর্ষে ভয়াবহ আগুন, মৃত্যু বেড়ে ১৩

Download Bangla.Top Android App
ভারতে কয়েকটি যানবাহনের সংঘর্ষে ভয়াবহ আগুন, মৃত্যু বেড়ে ১৩ - Bangla24.Top173
ভারতের মথুরার দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সকালে সাতটি বাস এবং তিনটি গাড়ির সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।এদিকে, মথুরার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্র প্রকাশ সিং বলেন, দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান, দুর্ঘটনায় কয়েকটি ছোট বাস, একটি টেম্পো ট্রাভেলার এবং ছোট যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।
আরও পড়ুন:ভারত / ঘন কুয়াশার কারণে কয়েকটি বাস-গাড়ির সংঘর্ষ, নিহত চার
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।’
আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে। আহতদের কেউই গুরুতর নন।
মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে এই সংঘর্ষের ঘটনার আগের দিন ঘন কুয়াশায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে প্রায় ২০টি গাড়ির মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়।
আরও পড়ুন:থাইল্যান্ডে পালিয়েও শেষ রক্ষা হলো না গোয়ার নাইটক্লাবের দুই মালিকের
ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত এবং আনুমানিক ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হন।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)