www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরস্বাধীনতার শত্রুদের মোকাবেলার শপথ বরগুনা বিএনপির নেতাকর্মীদের

স্বাধীনতার শত্রুদের মোকাবেলার শপথ বরগুনা বিএনপির নেতাকর্মীদের

Download Bangla.Top Android App
স্বাধীনতার শত্রুদের মোকাবেলার শপথ বরগুনা বিএনপির নেতাকর্মীদের - Bangla24.Top198
মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ শপথবাক্য পাঠ করানো হয়।
শপথবাক্য পাঠ করান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজবুল কবির। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘স্বাধীনতার শত্রু’দের মোকাবিলা করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় শপথে।
শপথবাক্যে বলা হয়, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ সকল অঙ্গসংগঠনের নেতারা শপথ করছি যে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সচেষ্ট থাকব। বাংলাদেশের ষড়যন্ত্রকারী চক্রকে যেকোনোভাবে নির্মূল করে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব।’
আরও পড়ুন: বাগ্‌বিতণ্ডা: আত্মরক্ষাকালে বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলে নিহত
শপথে আরও বলা হয়, ‘বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাদের নির্মূল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ রক্ত ও ইজ্জত দিয়েছে। এই রক্ত, ইজ্জত ও স্বাধীনতা রক্ষার জন্য সর্বোচ্চ সজাগ থাকব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার শত্রুদের মোকাবিলা করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’
শপথ গ্রহণ প্রসঙ্গে অ্যাডভোকেট মো. রেজবুল কবির বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই লক্ষ্যে বরগুনায় জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রাখতে এই শপথ নেয়া হয়েছে। এ ছাড়াও স্বাধীনতার স্বপক্ষের দল বিএনপিকে আগামী নির্বাচনে জয়ী করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)