www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরপাবনায় আ.লীগ নেতা ও মদ ব্যবসায়ী প্রলয় চাকী আটক

পাবনায় আ.লীগ নেতা ও মদ ব্যবসায়ী প্রলয় চাকী আটক

Download Bangla.Top Android App
পাবনায় আ.লীগ নেতা ও মদ ব্যবসায়ী প্রলয় চাকী আটক - Bangla24.Top233
পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শহরের আলোচিত মদ ব্যবসায়ী প্রলয় চাকীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবেই বেশি পরিচিত। পাবনা শহরের একমাত্র ও আলোচিত মদের বার ‘চাকী বাড়ি’র মালিক তিনি। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিলেও তিনি মামলার আসামি হননি বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর ‘চাকী বাড়ি’র নানা ঘটনা নিয়ে তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছিল পাবনাবাসী।
আরও পড়ুন: ঈশ্বরদী বিজয়স্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান, উত্তেজনা
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, ‘প্রলয় চাকী ৪ আগস্টের হামলায় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। কিন্তু ৫ আগস্টের পরও তার মাদক ব্যবসা ও রাজত্ব অব্যাহত ছিল। তিনি মূলত পাবনার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সবচেয়ে বড় গং নিয়ন্ত্রণ করেন। তার সঙ্গে তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)