www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান

Download Bangla.Top Android App
ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান - Bangla24.Top276
ভারতীয় বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। আজ বুধবার (২০ নভেম্বর) এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ)।নোটিশে বলা হয়েছে, ভারতীয় বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধের মেয়াদ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। খবর জিও নিউজের।
চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। পাকিস্তানের পাল্টা হামলার মধ্যদিয়ে যা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে চারদিন পর যুদ্ধের ইতি ঘটে। ওই সময় ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। এরপর তা আরও কয়েক দফা বাড়ানো হয়েছে।
আরও পড়ুনন: কাশ্মীর কখনো ভারতের ছিল না এবং ভবিষ্যতেও হবে না: জাতিসংঘকে পাকিস্তান
সর্বশেষ নিষেধাজ্ঞাটি আগামী ২৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই এর মেয়ার বৃদ্ধির নোটিশ দেয়া হলো। নোটিশে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, নিষেধাজ্ঞার আওতায় থাকবে ভারতে নিবন্ধনকৃত সব বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত এবং লিজ নেয়া সব বিমান।
এছাড়া পাকিস্তানের ওপর দিয়ে ভারতের কোনো সামরিক বিমানও উড়তে পারবে না। পাকিস্তানের এ অব্যাহত নিষেধাজ্ঞার বড় প্রভাব পড়েছে ভারতীয় বিমানগুলোর ওপর।

Related Posts

Categories #9

খবরাখবর(1246)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)