108
নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ এবং রানাপিং এলাকার লাল মিয়ার ছেলে ছাব্বির।
আরও পড়ুন: ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালক ও আরোহীর
জানা গেছে, গোলাপগঞ্জগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।
ঘটনার পর আহতদের ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আহাদ ও ছাব্বির মারা যান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, মধ্যরাতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। চারজনের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বায়ুদূষণে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন প্রায় ১০ লাখ মানুষ: বিশ্বব্যাংক
সারাবিশ্বের সঙ্গে একই দিনে দেশের পর্দায় নতুন ‘অ্যাভাটার’
জেনেভায় রোহিঙ্গা সংকট ও অর্থায়ন হ্রাসের উদ্বেগ তুলে ধরল বাংলাদেশ
জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই বাধা হতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
দয়া নয়, একটি সম্মানজনক আসন সমঝোতা হবে: সাইফুল হক
প্রথম ১২ বলে ১৪ রানে ২ উইকেট নেয়া রিশদ তৃতীয় ওভারে খরুচে