351
আরও পড়ুন: নারায়ণগঞ্জ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদতিনি জানান, রিল পোস্টের সময় ক্যাপশনে নির্ধারিত হ্যাশট্যাগের পাশাপাশি অবশ্যই ‘বাংলাদেশ ফার্স্ট’ শব্দবন্ধ ব্যবহার করতে হবে। সবশেষ ধাপে রিলটির লিংক বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে খোলা ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে জমা দিতে হবে।রিলের ধরন হিসেবে বক্তব্যভিত্তিক ভিডিও, স্যাটায়ার, গান, সংলাপ কিংবা অভিনয়সহ যে কোনো সৃজনশীল ভিডিও কনটেন্ট গ্রহণযোগ্য হবে বলে জানান মাহাদী আমিন।তিনি বলেন, প্রতিযোগিতার মূল্যায়নে জনমতের ভিত্তিতে ৩০ শতাংশ নম্বর এবং জুরি বোর্ডের সিদ্ধান্তে ৭০ শতাংশ নম্বর নির্ধারণ করা হবে। সেরা ১০ জন অংশগ্রহণকারী একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন।প্রতিযোগিতার জন্য নির্ধারিত থিমগুলো হলো: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।নতুন কার্যালয়টি তারেক রহমানের জন্য নির্ধারিত কি না–এমন প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, এটি বিএনপির একটি কার্যালয়। একে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয় হিসেবে উল্লেখ করা ঠিক হবে না। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, দলের ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রমও এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
বিজয়ের দিন দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড
শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি
বিজয় দিবসে সড়কে ঝরল ৭ প্রাণ
‘বর্তমান যে ফর্ম অবাক হওয়ার কিছু নেই’—নিলামে মোস্তাফিজের দাম নিয়ে মাশরাফী
অপরাধ দমনে এআই সংযুক্ত সিসিটিভি চালু করছে দক্ষিণ কোরিয়া সরকার