www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরকুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

Download Bangla.Top Android App
কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন - Bangla24.Top358
কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে হাফিজুল (৪০) নামে একজন খুন হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মটপাড়ায় এঘটনা ঘটে। নিহত হাফিজুল একই এলাকায় মৃত. নুর ইসলামের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,
দুপুরে নিহতের চাচাতো ভাই মহিরের রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে হাফিজুল ও মহিরের মধ্যে কথা-কাটাকাটি পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে মহির বল্লম দিয়ে পেছন থেকে হাফিজুলের শরীরে আঘাত করলে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় কাভার্ডভ্যান চাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহতমরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,পারিবারিক কলহের কারণেই এমন হত্যাকাণ্ড ঘটেছে। এঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)