681
আরও পড়ুন: নতুন খবর দিলেন মোনালিসাকাজটি সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘আমি তো এখন একেবারেই কাজ করি না বললেই চলে। কারণ, মনে ধরার মতো প্রস্তাব হরহামেশা আসে না। কিন্তু এই বিজ্ঞাপনটি সত্যি আমার হৃদয়ের কাছাকাছি থাকবে আজীবন। কেন এ কথা বলছি, তা বিজ্ঞাপনটি যারা দেখবেন তারা বুঝতে পারবেন। আমি এমনিতেই দেশের প্রতি বরাবরই দুর্বল, আর এতে সেই দেশপ্রেমকে দারুণ এক আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। সেই সঙ্গে মাহাথির স্পন্দন আমার খুব প্রিয় নির্মাতা।’তিনি আরও বলেন, ‘সাধারণত বিজ্ঞাপন এতো লম্বা হয় না। এতে আমার প্রচুর সংলাপ ছিল। এজন্য সহশিল্পী নরেশ ভূঁইয়ার সঙ্গে শুটিংয়ের আগে রিহার্সেল করেছি।’
আরও পড়ুন: ওটিটিতে রহস্যে ভরা ‘থার্সডে নাইট’নির্মাতা মাহাথির স্পন্দন বলেন, ‘বিজয় দিবসের ক্যাম্পেইনে আমরা যে থিমের কাজ দেখি তেমন কিছু করতে চাইনি। আমরা একটি বার্তা দিতে চেয়েছি, যার মাধ্যমে সত্যিই সর্বোচ্চ মাত্রার দেশপ্রেম প্রকাশ পায়। দেখবেন, আমাদের সমাজের অনেকেই একজন খেলোয়াড়, শিল্পী কিংবা নেতাকে তাদের কাজ কিভাবে করতে হবে তা শিখিয়ে বেড়ান। কিন্তু নিজের কাজটাই ঠিকভাবে পালন করেন না।’তিনি আরও বলেন, ‘সেই জায়গাটিই আমরা বিজ্ঞাপনটির মাধ্যমে স্পর্শ করতে চেয়েছি। আর তার জন্য এমন একজন শিল্পীকে বেছে নিতে চেয়েছি যিনি এই চিন্তাটি নিজের মধ্যে ধারণ করেন। মৌটুসী বিশ্বাস তেমনি একজন শিল্পী। তাছাড়া যে ধরনের বয়স ও পারফরমেন্স আশা করছিলাম, সেটিও ঠিকভাবে ডেলিভারি দিতে পেরেছেন। তাই যারা কাজটি দেখেছেন তারা সবাই প্রশংসা করছেন। এখানেই আমাদের স্বার্থকতা।’
শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি
বিজয় দিবসে সড়কে ঝরল ৭ প্রাণ
‘বর্তমান যে ফর্ম অবাক হওয়ার কিছু নেই’—নিলামে মোস্তাফিজের দাম নিয়ে মাশরাফী
অপরাধ দমনে এআই সংযুক্ত সিসিটিভি চালু করছে দক্ষিণ কোরিয়া সরকার
ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়িতে হাদি-ভাসানীর ছবি
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়ার সুখবর দিয়ে মুক্তি পেল ‘রইদ’-এর ট্রেলার