www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরহাদিকে গুলি: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

হাদিকে গুলি: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

Download Bangla.Top Android App
হাদিকে গুলি: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে - Bangla24.Top593
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে হাদিকে হত্যাচেষ্টার শুটার ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিঙ্গাপুরে ওসমান হাদি কেমন আছেন, জানালেন চিকিৎসকর‌্যাব থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, হাদির আশপাশেই থাকতেন কবির। হাদিকে হত্যাচেষ্টার পেছনে কবিরের কী ভূমিকা ছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।ডিবি সূত্র জানিয়েছে, সারা দেশে তোলপাড় সৃষ্টি করা হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। এর মধ্যে শুটার ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।এর আগে হাদিকে গুলি করার সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে রোববার তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)