www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরবিজয় দিবসে মোংলায় নৌবাহিনী ও কোস্টগার্ডের ৩ যুদ্ধজাহাজ উন্মুক্ত

বিজয় দিবসে মোংলায় নৌবাহিনী ও কোস্টগার্ডের ৩ যুদ্ধজাহাজ উন্মুক্ত

Download Bangla.Top Android App
বিজয় দিবসে মোংলায় নৌবাহিনী ও কোস্টগার্ডের ৩ যুদ্ধজাহাজ উন্মুক্ত - Bangla24.Top189
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের তিনটি যুদ্ধজাহাজ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোংলার দিগরাজে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা আবু বকর’ এবং কোস্টগার্ড পশ্চিম জোনের যুদ্ধজাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’ ও ‘বিসিজিএস তৌহিদ’ সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত রাখা হয়।
দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এসব জাহাজে যুদ্ধকালীন সরঞ্জাম ব্যবহারের কলাকৌশল, কামান ও অস্ত্রসহ বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখার সুযোগ পান। এ সময় জাহাজে দায়িত্বরত নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা দর্শনার্থীদের পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেন।
আরও পড়ুন: মোংলায় বাসের ধাক্কায় পথচারী নিহত
নৌবাহিনী ও কোস্টগার্ড জানায়, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেই বিজয়ের আনন্দ ভাগ করে নিতেই জাহাজগুলো উন্মুক্ত করা হয়। এতে দর্শনার্থীরা সমুদ্র নিরাপত্তায় বাহিনীর ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে মোংলা ও খুলনা নৌ-অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত নৌ-পরিবার শিশু নিকেতন এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)