www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরবরিশালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ

বরিশালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ

Download Bangla.Top Android App
বরিশালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ - Bangla24.Top562
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বরিশালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কীর্তনখোলা নদীতীরের বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজটি উন্মুক্ত রাখা হয়।
এ সময় সেখানে জনসাধারণের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগত দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানান সেখানে কর্মরত ও দায়িত্বরত নৌসদস্যরা।
জাহাজটি দেখতে আসা বরিশাল শহরের নতুন বাজারের বাসিন্দা বিধান মন্ডল বলেন, ‘যুদ্ধজাহাজ সচরাচর সাধারণ মানুষের দেখার সুযোগ থাকে না। তাই বিশেষ এই দিনগুলোতে শিশু, নারী-পুরুষসহ সব শ্রেণির মানুষ যুদ্ধজাহাজ দেখতে উপস্থিত হন।’
আরও পড়ুন: বরিশালে মধ্যরাতে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে চুরি
শিশুদের নিয়ে ঘুরতে আসা রূপাতলী এলাকার এক অভিভাবক বলেন, ‘শিশুদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এখানে নিয়ে এসেছি। জাহাজটি পরিদর্শন করতে পেরে আমরা খুশি।’
জাহাজের কমান্ডার বলেন, ‘দেশের নাগরিকদের নৌবাহিনী সম্পর্কে জানাতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)