208
নিহত দুই পুলিশ কর্মকর্তা পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তারা হলেন: রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪৫) ও রাজশাহীর তানোর থানার চান্দুরিয়া রাতৈল এলাকার কাছিম উদ্দিনের ছেলে সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন (৪০)।
আরও পড়ুন: কুষ্টিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে জখম
পুলিশ জানায়, দুপুরের দিকে তারা মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হওয়ার পর পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহেদুর রহমান বলেন, ‘কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কাভার্ডভ্যানটি আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।’
বিজয়ের দিন দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড
শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি
বিজয় দিবসে সড়কে ঝরল ৭ প্রাণ
‘বর্তমান যে ফর্ম অবাক হওয়ার কিছু নেই’—নিলামে মোস্তাফিজের দাম নিয়ে মাশরাফী
অপরাধ দমনে এআই সংযুক্ত সিসিটিভি চালু করছে দক্ষিণ কোরিয়া সরকার