260
চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। পাকিস্তানের পাল্টা হামলার মধ্যদিয়ে যা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে চারদিন পর যুদ্ধের ইতি ঘটে। ওই সময় ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। এরপর তা আরও কয়েক দফা বাড়ানো হয়েছে।
আরও পড়ুনন: কাশ্মীর কখনো ভারতের ছিল না এবং ভবিষ্যতেও হবে না: জাতিসংঘকে পাকিস্তান
সর্বশেষ নিষেধাজ্ঞাটি আগামী ২৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই এর মেয়ার বৃদ্ধির নোটিশ দেয়া হলো। নোটিশে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, নিষেধাজ্ঞার আওতায় থাকবে ভারতে নিবন্ধনকৃত সব বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত এবং লিজ নেয়া সব বিমান।
এছাড়া পাকিস্তানের ওপর দিয়ে ভারতের কোনো সামরিক বিমানও উড়তে পারবে না। পাকিস্তানের এ অব্যাহত নিষেধাজ্ঞার বড় প্রভাব পড়েছে ভারতীয় বিমানগুলোর ওপর।
ভেনেজুয়েলায় ‘পুতুল সরকার’ বসিয়ে সম্পদ লুট করতে চায় যুক্তরাষ্ট্র: মাদুরো
টাইব্রেকারে ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি
চট্টগ্রামে মার্কেটে আগুন
রূপসা তীরে কর্মচাঞ্চল্য, একসঙ্গে ২০ জাহাজ নির্মাণে ব্যস্ত খুলনা শিপইয়ার্ড
কাদের-পরশ-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
পল্লী বিদ্যুৎ সমিতির ৩১২৯ জনের বদলি বিষয়ে প্রতিবেদন পেশ