21
আ
জয়ী দলটি।আরও পড়ুন: ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য
পেনাল্টি শুট আউটে নিজেদের প্রথম শটে দুই দলই গোল পায়। এরপরই সাউল নিগেসের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন পিএসজির গোলরক্ষক সাফানভ, এবং এরপর ফ্ল্যামেঙ্গোর আর কেউ তাকে পরাস্ত করতে পারেনি।যদিও এগিয়ে যাওয়ার ওই সুযোগ কাজে লাগাতে পারেননি দেম্বেলে, উড়িয়ে মারেন তিনি। ফ্ল্যামেঙ্গোর দ্বিতীয় শুটার পেদ্রোর প্রচেষ্টাও সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন। এরপর নুনো মেন্দেস সফল হলে ২-১ এ এগিয়ে যায়।পিএসজির তৃতীয় শট নেওয়া ব্র্যাডলি বার্কোলার প্রচেষ্টা ঠেকিয়ে অবশ্য উত্তেজনা জাগান ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক। তবে, সাফানভের বিশ্বস্ত গ্লাভসে পিএসজির সব চিন্তা দূর হয়ে যায়। লিও পেরেইরার সোজাসুজি শট রুখে দেওয়ার পর, সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে লুইস আরাউহোর শট ঠেকিয়ে দেওয়া মাত্র শিরোপা জয়ের উৎসব শুরু হয়ে যায় পিএসজির।জানুয়ারিতে চলতি বছরে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল পিএসজি, উঁচিয়ে ধরেছিল ফরাসি সুপার কাপ। এরপর বছরের মাঝামাঝি এসে ফরাসি কাপ, লিগ আঁ ও প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল জয়ের কীর্তি গড়ে প্যারিসের দলটি।
বায়ুদূষণে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন প্রায় ১০ লাখ মানুষ: বিশ্বব্যাংক
সারাবিশ্বের সঙ্গে একই দিনে দেশের পর্দায় নতুন ‘অ্যাভাটার’
জেনেভায় রোহিঙ্গা সংকট ও অর্থায়ন হ্রাসের উদ্বেগ তুলে ধরল বাংলাদেশ
জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই বাধা হতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
দয়া নয়, একটি সম্মানজনক আসন সমঝোতা হবে: সাইফুল হক
প্রথম ১২ বলে ১৪ রানে ২ উইকেট নেয়া রিশদ তৃতীয় ওভারে খরুচে