www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরআমরা সংসদেও যাব, রাজপথেও থাকব: মজিবর রহমান

আমরা সংসদেও যাব, রাজপথেও থাকব: মজিবর রহমান

Download Bangla.Top Android App
আমরা সংসদেও যাব, রাজপথেও থাকব: মজিবর রহমান - Bangla24.Top21
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, আমরা সংসদেও যাব, রাজপথেও থাকব। একটি চক্র ভাবছে নির্বাচন কমিশনে আগুন দিলে আর প্রার্থীদের গুলি করলে দেশে ভোট হবে না।সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শ্রমিক সমাবেশ থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘আমাদের এক পা রাজপথে, আরেক পা থাকবে সংসদে। নির্বাচনকে ভণ্ডুল করতে চায় একটি গোষ্ঠী। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র রক্ষায় এই দেশ নিয়ে আর কোনো চক্রান্ত সহ্য করা হবে না।’সরোয়ার বলেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশকে শেষ করে পালিয়ে গিয়ে ভারতের সঙ্গে আঁতাত করছে। তারা দেশের মানুষের সঙ্গে বেইমানি করছে। তাদের চক্র‍ান্ত এখনও অব্যাহত রয়েছে।’আরও পড়ুন: নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমানবেগম জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, ‘প্রকৃত দেশপ্রেমিক বেগম জিয়া রাজপথ থেকে প্রধানমন্ত্র‍ী হয়েছেন।’শ্রমিক সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরিশাল মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)