www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরযখনই সুষ্ঠু ভোট হয়েছে তখনই বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে: এ্যানি

যখনই সুষ্ঠু ভোট হয়েছে তখনই বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে: এ্যানি

Download Bangla.Top Android App
যখনই সুষ্ঠু ভোট হয়েছে তখনই বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে: এ্যানি - Bangla24.Top33
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যখনই সুষ্ঠু ভোট হয়েছে, তখনই বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছে। জনগণ আমাদের আন্তরিকভাবে গ্রহণ করেছে, তাই আমরা বিজয়ী হয়েছি। এজন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।বুধবার (১৭ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘২০০৮ সালের পর দেশে আর কোনো ভোট হয়নি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে। বর্তমানে দেশে একটি নির্বাচনী আবহ ও ভোটের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনকে স্বাগত জানিয়েছেন।’
এ সময় এ্যানি তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর একটি বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর প্রার্থী বিভিন্ন জায়গায় অপপ্রচার করছেন যে, বিএনপি এতিমের টাকা মেরে খেয়েছে। তিনি এসব বলে দেশনেত্রী খালেদা জিয়াকে অসম্মান করেছেন, ছোট করেছেন। অথচ খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানিত।’
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে মাদ্রাসার নাম ভাঙিয়ে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
তিনি আরও বলেন, ‘বিগত দিনগুলোতে হাসিনা ও তার ফ্যাসিস্ট দোসররা যে ভাষায় কথা বলত, জামায়াতের প্রার্থী এখন একই ভাষায় কথা বলছেন। এই অপপ্রচারের জন্য জামায়াতের প্রার্থীকে লক্ষ্মীপুর ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।’
গণসংযোগকালে পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Categories #9

খবরাখবর(1246)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)