www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরষড়যন্ত্রে জড়িতদের কাউকে ছাড় নয়, হাদি ইস্যুতে প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্রে জড়িতদের কাউকে ছাড় নয়, হাদি ইস্যুতে প্রধান উপদেষ্টা

Download Bangla.Top Android App
ষড়যন্ত্রে জড়িতদের কাউকে ছাড় নয়, হাদি ইস্যুতে প্রধান উপদেষ্টা - Bangla24.Top259
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার সঙ্গে যারাই জড়িত কাউকে ছাদ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই কথা জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তার জন্য সাবাই দোয়া করবেন। সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, দেশের যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না।’
পরাজিত শক্তি ফ্যাসিস্ট ট্যারোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়া হবে জানিয়ে তিনি বেলন, ‘ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে দেশের গণকান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।’
আরও পড়ুন: সিঙ্গাপুরে ওসমান হাদি কেমন আছেন, জানালেন চিকিৎসক
দেশবাসীকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘অপপ্রচার বা গুজবে কান দেবেন না। যারা অস্থিতরা সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যব্ধ হয়ে তাদের মোকাবিলা করবো। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না।’
তিনি বলেন, ‘আমাদের তরুণদের রক্ষা করলে প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে। যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারা বুঝে গেছে তরুণরা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণরকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থসম্বন্ধে সম্পূর্ণ উদাসীন- এই চেহারার ছেলেমেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। তাদের লক্ষ্য নির্বাচন আসার আগে পথের এই বাধা সরিয়ে ফেলা। নিজেদেরে রাজত্ব আবার কায়েম করা।’
‘ষড়যন্ত্রকারীদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে রয়েছে, ততদিন এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন যোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগে তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নান ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা হত্যার উদ্যোগ তার একটা রূপ,’ যোগ করেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: হাদিকে গুলি: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে
আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে পরাজিত ফ্যাসিস্টদের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের সবাইকে জোরগলায় বলতে হবে, আমরা তরুণেদের রক্ষা করবো। পুরোনো আমলের দাসত্ব মেনে যারা এখানে রয়েছে, তাদের দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে।’
উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে সবাই মিলে দেশের ওপর পরিপূর্ণ দখল প্রতিষ্ঠা করার অনুরোধ জানিয়ে ড. ইউনূস বলেন, ‘নির্বাচনের আর বাকি দুমাস। এ পর্যন্ত আমরা তাদের ওপর নজর রাখবো। এছাড়া প্রতিটি দিন উৎসবমুখর করে রাখবো। যেহেতু আমাদের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মনে কোনো ভয়ডর নেই। তাই তারা নির্বাচনের আগের প্রতিটি মুহূর্তকে উৎসবমুখর করে রাখবে। সবরকমের হিংসা-কোন্দল থেকে দেশকে বাঁচিয়ে রাখবে।’

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)