www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরইকুয়েডরের ক্লাব বার্সেলোনার ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত

ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত

Download Bangla.Top Android App
ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত - Bangla24.Top38
ইকুয়েডরের পুলিশ বুধবার (১৭ ডিসেম্বর) জানিয়েছে, আন্দিজ অঞ্চলের দেশটিতে বাড়তে থাকা সহিংসতার মধ্যে একটি হামলায় বার্সেলোনা দে গুয়ায়াকিলের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার মারিও পিনেইদা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আরেকজন ব্যক্তি নিহত হন, যার পরিচয় পুলিশ প্রকাশ করেনি। এছাড়া তৃতীয় একজন আহত হয়েছেন।ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত না জানালেও পিনেইদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বার্সেলোনা দে গুয়ায়াকিল এক বিবৃতিতে জানিয়েছে, পিনেইদার মৃত্যুতে ক্লাবের সমর্থকেরা গভীরভাবে শোকাহত।পিনেইদা ২০১০ সালে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ের হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করে ২০১৫ সাল পর্যন্ত সেখানে কাটান।
এরপর ২০১৬ সালে উপকূলীয় শহর গুয়ায়াকিলের ক্লাব বার্সেলোনায় যোগ দেন এবং সেখানে দুটি লিগ শিরোপা জেতেন। ২০২২ সালে তিনি ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়েও স্বল্প সময়ের জন্য খেলেছিলেন।ইকুয়েডরীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গুয়ায়াকিলের উত্তর প্রান্তের সামানেস এলাকায় ঘটেছে। গুয়ায়াকিল রাজধানী কুইটো থেকে প্রায় ২৬৫ কিলোমিটার (১৬৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।আরও পড়ুন: ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ইংলিশ ফুটবলারেরইকুয়েডরীয় অবজারভেটরি অব অর্গানাইজড ক্রাইমের তথ্যমতে, চলতি বছরে ইকুয়েডরে রেকর্ডসংখ্যক সহিংসতা ঘটতে পারে এবং হত্যাকাণ্ডের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত বছর দেশটিতে সহিংস মৃত্যুর সংখ্যা ছিল ৭,০৬৩, আর ২০২৩ সালে তা ছিল রেকর্ড পরিমান–৮,২৪৮।আন্তর্জাতিক মাদক কার্টেলের সঙ্গে যুক্ত ইকুয়েডরের ভেতরে কার্যক্রম বিস্তারকারী অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।গত নভেম্বরে গুয়ায়াকিলেই ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ের ১৬ বছর বয়সী এক ফুটবলার অজ্ঞাত বুলেটের আঘাতে নিহত হন। এর দুই মাস আগে এক্সাপ্রোমো কোস্তার খেলোয়াড় মাইকোল ভ্যালেন্সিয়া ও লেয়ান্দ্রো ইয়েপেজ এবং ২২ দে জুনিওরের খেলোয়াড় জোনাথন গনসালেসও গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Related Posts

Categories #9

খবরাখবর(1246)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)