www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরহাদিকে গুলি: বারোমারি সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে জড়িত সন্দেহে আটক ২

হাদিকে গুলি: বারোমারি সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে জড়িত সন্দেহে আটক ২

Download Bangla.Top Android App
হাদিকে গুলি: বারোমারি সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে জড়িত সন্দেহে আটক ২ - Bangla24.Top124
শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার বারোমারি সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করা হয়েছে।আটকরা হলেন: ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিড়ান (৪৫) এবং ফিলিপের ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)।সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য জানিয়েছে।বিজিবি জানায়, সোমবার বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বারোমারি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকা থেকে ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিড়ান (৪৫) এবং ফিলিপের ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)-কে আটক করতে সক্ষম হয়।এর আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশের সোপর্দ করে বিজিবি।ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার পর দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। এরই অংশ হিসেবে সোমবার এই দুজনকে আটক করা হয়েছে।এদিকে মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সোমবার বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়ে গেছে।আরও পড়ুন: হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী ও প্রেমিকাসহ আটক ৩হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। ওসমান হাদির এক আত্মীয় এই মামলার বাদি বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। হাদিকে গুলির ঘটনায় করা পল্টন থানার হত্যাচেষ্টা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুজন এবং এ ঘটনায় অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারীকে গ্রেফতার করা হয়েছে।গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সোমবার দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ‍উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)