154
ভারত সফরের শেষ দিনে নরেন্দ্র মোদির সঙ্গে লিওনেল মেসির সাক্ষাতের কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই সাক্ষাত বাতিল করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য নিশ্চিত করেছে।ভারতে ৩ দিনের সফরে এসেছিলেন লিওনেল মেসি। সেই সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়কের। তবে শেষ পর্যন্ত সেটি বাদ দেয়া হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মেসির প্রায় ২১ মিনিটের একটি সৌজন্য সাক্ষাত নির্ধারিত ছিল। তবে রোববারই (১৪ ডিসেম্বর) সেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠক বাতিলের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে মোদির আসন্ন বিদেশ সফর। চার দিনের সফরে তিনি ওমান, ইথিওপিয়া ও জর্ডানে যাচ্ছেন। এই সফরে ভারতের সঙ্গে তিনটি দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার কথা রয়েছে।আরও পড়ুন: সকালে দিল্লি পৌঁছার কথা ছিল মেসির, কুয়াশা ও ‘বিপজ্জনক’ বায়ুমানের কারণে গেলেন বিকেলে
এদিকে সূচি অনুযায়ী সোমবার সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর কথা ছিল মেসির। তবে ঘন কুয়াশার কারণে তার ফ্লাইট বাতিল হয়ে যায়। ফ্লাইট বাতিলের ফলে নির্ধারিত সময়ে দিল্লিতে পৌঁছাতে পারেননি আর্জেন্টাইন ফুটবল তারকা।তবে বিকেলের দিকে মেসি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছান। সকাল থেকেই সেখানে ভিড় করেন হাজারো সমর্থক। বিশ্বকাপজয়ী এই তারকাকে এক নজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ছিলেন ভক্তরা। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।ভারত সফরের শেষ দিনেও মেসিকে ঘিরে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।