184
স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মার্কিন সাউদার্ন কমান্ড- সাউথকম জানায়, সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় ওই তিনটি নৌযানে হামলা চালানো হয়েছে।
এ হামলায় নিহতরা মাদক পাচারের সঙ্গে যুক্ত দাবি করলেও তার স্বপক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি সাউথকম।
লাতিন আমেরিকার জলসীমায় যুক্তরাষ্ট্রের এমন হামলার মধ্যেই ভেনেজুয়েলার কাছাকাছি অঞ্চলে মার্কিন বিমান ব্যবহারের অনুমতি দিয়েছে ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগো। আগামী কয়েক সপ্তাহের জন্য মার্কিন সামরিক বিমানের ব্যবহারে নিজেদের বিমানবন্দর খুলে দিচ্ছে দেশটি।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা ট্রাম্পের!
এর আগে সোমবার মাদুরো দাবি করেন, ভেনেজুয়েলা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত ক্যারিবীয় দেশটিও যুক্তরাষ্ট্রের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় জড়িত।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরও এক বছর নবায়নের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা। এটিকে একতরফা পদক্ষেপ, বেআইনি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি উল্লেখ করে সংস্থাটির তীব্র সমালোচনা করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে ব্রাসেলসের এই সিদ্ধান্ত ইইউ’র ‘দিকভ্রান্ত পররাষ্ট্রনীতির প্রতিফলন’ বলেও জানায় কারাকাস। এমনকি ইইউ নেতারা ভেনেজুয়েলার বিরুদ্ধে অযৌক্তিক শত্রুতার পথে হেঁটে নিজেদের রাজনৈতিক পতনকেই ডেকে আনছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়ার সুখবর দিয়ে মুক্তি পেল ‘রইদ’-এর ট্রেলার
হাদিকে গুলির পেছনে বিদেশি চক্র জড়িত, সন্দেহ রিজভীর
মস্কোয় যেমন কাটছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের জীবন
হবিগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত
ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যশোরে গ্রেফতার ১৮
নান্নু-রাজ্জাকদের বিপক্ষে সহজ জয় তুলে নিলো রফিক-আশরাফুলরা