www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরঢাকার আকাশ থেকে ঝাঁপ দিলেন ৫৪ জন প্যারাট্রুপার

ঢাকার আকাশ থেকে ঝাঁপ দিলেন ৫৪ জন প্যারাট্রুপার

Download Bangla.Top Android App
ঢাকার আকাশ থেকে ঝাঁপ দিলেন ৫৪ জন প্যারাট্রুপার - Bangla24.Top154
বুক ভরা সাহস। চোখে আকাশ জয়ের স্বপ্ন। লাল সবুজের পতাকা সঙ্গে নিয়ে ১২ হাজার ফুট শূন্যতায় উঠে যান ৫৪ জন প্যারাট্রুপার। জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে এত সংখ্যক প্যারাট্রুপারের জাম্প বিশ্বে প্রথম।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় প্যারডগ্রাউন্ডের মধ্য আকাশে চোখ ছিল প্রধান উপদেষ্টাসহ আমন্ত্রিত সব অতিথির।
মহাশূন্যতা ভেদ করে একে একে ঝাঁপিয়ে পড়েন ৫৪ জন প্যারাট্রুপার। এই রেকর্ড, সম্মান সাহস সক্ষমতার স্মারক হয়ে থাকলো।
আরও পড়ুন: একাত্তর এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
সম্প্রতি সুদানে শান্তিরক্ষী বাহিনীর শহীদ ৬ সদস্যকে উৎসর্গ করা হয় এ কর্মসূচি। আর বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর হেলমেটে আঁকা ছিল বিপ্লবী তরুণ শরিফ ওসমান হাদির ছবি।
এর আগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার নান্দনিক সব কসরত প্রদর্শন করে। যুদ্ধকালীন সময়ে শত্রুর রাডার ফাঁকি দিয়ে কিভাবে লক্ষে আঘাত হানতে হয় এসব মহড়া দেন তারা।
আরও পড়ুন:
গোলাম আযম-নিজামীকে সূর্যসন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত: মির্জা আব্বা
এরপর সশস্ত্র বাহিনীর চৌকস ব্যান্ড দল নান্দনিক সুরের মূর্চ্ছনায় অভিবাদন জানান আমন্ত্রিত অতিথিদের।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)