www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরবিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রেকর্ড ভাঙা ভিড়

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রেকর্ড ভাঙা ভিড়

Download Bangla.Top Android App
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রেকর্ড ভাঙা ভিড় - Bangla24.Top607
বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে লাখো মানুষের উপচে পড়া ভিড় গত ৫৪ বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত সাধারণ মানুষের দেশপ্রেমের এমন দৃষ্টান্ত ছিল নজিরবিহীন।মঙ্গলবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির ও প্রধান উপদেষ্টাসহ বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য প্রধান ফটক খুলে দেয়া হয়। এরপরই হুমড়ি খেয়ে পড়ে হাজার হাজার মানুষ। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের সারি ছিল অনেক দীর্ঘ, যা মহাসড়কের এক কিলোমিটারেরও বেশি স্থান পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সকাল গড়িয়ে দুপুর এবং দুপুর গড়িয়ে বিকেল হলেও মানুষের স্রোতধারার কোনো কমতি দেখা যায়নি। দুপুরের পর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে বা ঘুরতে আসা মানুষের কাফেলায় পরিবার-পরিজন নিয়ে আসা সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাবা-মা ও শিশুদের পাশাপাশি তরুণ-তরুণীদের উপস্থিতিও ছিল ব্যাপক।
আরও পড়ুন: কংক্রিট আর প্রকৃতির মেলবন্ধনে বিজয়ের আবহে জাতীয় স্মৃতিসৌধ
স্মৃতিসৌধের ৮৪ একর চত্বরের কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। সৌধ চত্বরের শহীদ বেদি, মিনার সংলগ্ন সবুজ চত্বর, হেলিপ্যাড এলাকার লেকের দুই পাশ ও মুক্তমঞ্চসহ সর্বত্রই ছিল নারী-পুরুষ, শিশু ও বয়স্ক মানুষের ভিড়। এত মানুষের চাপে মোবাইল পরিষেবা বিঘ্নিত হয়েছে। ইন্টারনেটের গতি কমে যাওয়ায় অনেককে অভিযোগ করতে শোনা গেছে।
সৌধ কর্তৃপক্ষের দাবি, স্বাধীনতার পর গত ৫৪ বছরেও এত মানুষের সমাগম দেখেনি সাভার জাতীয় স্মৃতিসৌধ।
এদিকে অতিরিক্ত মানুষের চাপে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকার উভয় পাশে যানবাহনের ধীরগতি ছিল। পর্যাপ্ত যানবাহন না পেয়ে স্মৃতিসৌধে আসা হাজার হাজার মানুষকে পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। একই চিত্র ছিল নবীনগর-চন্দ্রা মহাসড়কে। মহাসড়কটির নবীনগর থেকে ইপিজেড পর্যন্ত হাজার হাজার মানুষকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেখা গেছে।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)